Header Ads

পৃথিবী বিখ্যাত ১০ টি গানের অ্যালবাম (পর্ব ১)

সুপ্রভাত বন্ধুরা, আসুন আজকে দেখে নি পৃথিবী বিখ্যাত ১০ টি গানের অ্যালবাম। যদিও গানের মধ্যে সেই অর্থে কোনো প্রতিযোগিতা হয় না কারণ কারোর পপ মিউজিক ভালো লাগে তো কারোর রক মিউজিক।গানের প্রতি ভালোলাগাটা একান্তই নিজের ব্যাপার। তাই সেরা ১০ বাছাই করার সময় আমরা মাথায় রেখেছি তাদের বিক্রির সংখ্যা।

আজকে প্ৰথম পর্বে আমরা দিলাম ৫ টি অ্যালবামের গল্প, পরের পর্বে বাকি ৫ টি থাকবে।

১০ নম্বর: লেড জেপলিন IV 
বিশ্ববিখ্যাত লেড জেপলিন ব্যান্ডের এই অ্যালবামটি আমরা রেখেছি ১০ নম্বর স্থানে। ১৯৭১ সালে রিলিজ হওয়া এই অ্যালবামটি সারা বিশ্বে ৩৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।













৯ নম্বর: কাম অন ওভার 
পপ সিঙ্গার সানায়া টোয়েন এর এই অ্যালবামটি বিশ্বজুড়ে ৩৯ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।  





















৮ নম্বর: রিউমারস 

ফ্লিটউড ম্যাক ব্যান্ডের এই অ্যালবামটি রিলিজ হয় ১৯৭৭ সালে আর বিশ্বজুড়ে ৪০ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।




















৭ নম্বর: স্যাটারডে নাইট ফিভার 
অ্যালবামের কভার টা দেখে বাপ্পী দা কে মনে পড়াটা খুব স্বাভাবিক। বী জি ব্যান্ডের এই অ্যালবামটি বিশ্বজুড়ে ৪০ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।এঁনারা ছিলেন ডিস্কো মিউজিকের অগ্রণী ব্যান্ড।





















৬ নম্বর: ঈগলস গ্রেটেস্ট হিটস 
ঈগলস ব্যান্ডের নাম শোনেননি এমন বাঙালী পাওয়া মুস্কিল। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই অ্যালবামটি বিশ্বজুড়ে ৪২ মিলিয়ন কপির ব্যাবসা করেছিল।

No comments:

Powered by Blogger.