Header Ads

দা গ্রেট খালী - জেনে নিন কিছু তথ্য এই কুস্তিগীরের ব্যাপারে

দা গ্রেট খালীর আসল নাম দিলীপ সিং রানা। আর এই কুস্তিগীর ১৯৭২ সালের ২৭শে অগাস্ট জন্মগ্রহণ করেন হিমাচল প্রদেশে।



ইনি একটি বিরল রোগে আক্রান্ত, যার নাম এক্রোমেগালি। এই কারণেই এনার শরীরের আকৃতি আর পাঁচটা সাধারণ মানুষের থেকে অনেকটাই বড়।



ইনি কিন্তু প্রথমে দা গ্রেট খালী নামে পরিচিত ছিলেন না। ২০০০ সালের অক্টোবর  যখন প্রথম আন্তর্জাতিক রেসলিং প্রতিযোগিতায় নামেন, তখন তার নাম রাখা হয়েছিল "জায়েন্ট সিং"।



জাপানে আয়োজিত আন্তর্জাতিক রেসলিং প্রতিযোগিতায় দা গ্রেট খালী তারই মতো আর একজন প্রতিযোগীর সাথে জোড় বাঁধেন, যার নাম ছিল "জায়েন্ট সিলভা"। পেশাদার রেসলিং এই জুটিই এখনো পর্যন্ত  সবথেকে লম্বা জুটির স্থান অধিকার করে আছে। এনাদের মিলিত গড় উচ্চতা ছিল ৭ ফুট আড়াই ইঞ্চি আর দুজনের সম্মিলিত ওজন ছিল ৮০৫ পাউন্ড।


দা গ্রেট খালী হলেন ভারতবর্ষের প্রথম কুস্তিগীর যার সাথে "ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট" বা "WWE" চুক্তিবদ্ধ করেছিল এবং ২০০০ সালের ৭ই এপ্রিল ইনি স্ম্যাকডাউন এর একটি পর্বে প্রথম আত্মপ্রকাশ করেন। কিন্তু সবথেকে বড়ো ব্যাপারটি হলো যে খালী সেই প্রথম লড়াইতেই "আন্ডারটেকার" এর মতন শক্তিশালী প্রতিপক্ষকে ধরাশায়ী করেন। দেখে নিন ভিডিওতে|      


দা গ্রেট খালী বর্তমানে আন্তর্জাতিক রেসলিং থেকে অবসর নিয়ে নিজের একটি রেসলিং স্কুল খুলেছেন।



No comments:

Powered by Blogger.