Header Ads

পৃথিবীর সবথেকে দামি ১০ টি মদ - খেতে না পারলেও জেনে রাখুন

গ্লেনফিডিচ স্পেশাল সিঙ্গল মল্ট হুইস্কি - ৫০ বছরের স্পেশাল এডিশন
এই স্পেশাল হুইস্কিটি বছরে মাত্র ৫০ টি বোতল বাজারে আসে। এই হুইস্কিটি ৫০ বছরের পুরোনো এই সেই রকম দামি। এক একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ টাকা।




হাইল্যান্ড পার্ক - ৫০ বছরের পুরোনো স্পেশাল সিঙ্গল মল্ট হুইস্কি
সারা বিশ্বে মাত্র ২৭৫ টি বোতল বাজারে ছাড়া হয়েছে। এই হুইস্কিটি বানানো হয় ১৯৬০ সালে এবং কিছুদিন আগেই বাজারে এসেছে। দাম প্রায় ১৩ লক্ষ টাকা। এর বোতলটি তৈরি করানো হয়েছে বিশ্বখ্যাত "জিলিস" কোম্পানিকে দিয়ে।  


ম্যাকালান -  ৬০ বছরের পুরোনো স্পেশাল সিঙ্গল মল্ট হুইস্কি
শুধু দামে নয়, স্বাদে গন্ধেও এই  হুইস্কির খ্যাতি বিশ্বজোড়া। বোতলের ঢাকনাটি ক্রিস্টালে তৈরি করা এবং প্রত্যেকটা বোতল ৬০ বছরের পুরোনো। এরও দাম প্রায় ১৩ লক্ষ টাকা।



ম্যাকালান ১৯২৬ স্পেশাল হুইস্কি
মাত্র ৫০ টি বোতল আছে এই বিশেষ মদটির। প্রত্যেকটির দাম ৪৭ লক্ষ টাকার একটু বেশি। পৃথিবীর ধনী ব্যাক্তিদের সেলারে শোভা পায় এই মদ টি।



ডেলিমোর ৬৪ ট্রিনিটাস সিঙ্গল মল্ট হুইস্কি:
সারা পৃথিবীতে মাত্র তিনটি বোতল আছে এই বিশেষ হুইস্কির এবং প্রত্যেকটি ৬৪ বছরের পুরোনো। বলা হয় এই হুইস্কিটি বানাতে সবথেকে সেরা উপাদান ব্যবহার করা হয়েছে। এর দাম এক কোটি টাকার একটু বেশি।



ডেলিমোর স্কচ হুইস্কি:
এই বিশেষ হুইস্কিটি বানানো হয়েছিল ১৮৬৮ সালে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। একে অনেকে তরল সোনা বা লিকুইড গোল্ড নামে জানেন। দাম মাত্র ১ কোটি ২৭ লক্ষ টাকা।



ম্যাকালান স্কচ হুইস্কি:
৬৪ বছরের পুরোনো এই স্কচ হুইস্কি কিনতে খরচা করতে হবে ২ কোটি ৯২ লক্ষ টাকা।



মাস্টার অফ মল্ট:
২০১১ সালে হঠাৎ করেই একটি বাড়ির বেসমেন্টে খুঁজে পাওয়া যায় এই হুইস্কির বোতলটি যা কিনা তখনই ছিল ১০৫ বছরের পুরোনো। দাম ৮ কোটি ৯০ লক্ষ টাকা।



টাকিলা লেঃ ৯২৫:
এই মদটির বিশেষত্ব এর বোতলে। এই বোতলের অর্ধেক খাঁটি প্লাটিনামে তৈরি আর বাকি অর্ধেক সাদা সোনা দিয়ে তৈরি। এর সামনের এমব্লেমটিও প্লাটিনামে তৈরি। দাম পড়বে ৯ কোটি ৫৩ লক্ষ টাকা।



হেনরি IV হেরিটেজ কোনিয়াক:
এটি এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি কোনিয়াক। প্রখ্যাত ডিজাইনার জোস্ ডাভালোস এই বোতলটি ডিজাইনে করেছেন সোনা এবং প্ল্যাটিনাম দিয়ে। সারা বোতলটি ৬৫০০ টি হীরের টুকরো দিয়ে সাজানো। তবে শুধু বোতল নয়, এই কোনিয়াকটি বানানো হয়েছিল ১৭৭৬ সালে এবং ১০০ বছরেরও বেশি সময় ধরে কাঠের পিপেতে রাখা ছিল বোতলবন্দি করার আগে।



No comments:

Powered by Blogger.