Header Ads

খ্যাতনামা ক্রিকেটারদের চোঁখ ধাঁধানো বাড়ি - দেখে নিন এখানে (প্রথম পর্ব)

ফুটবলের পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম খেলা হলো ক্রিকেট। সাম্প্রতিক কালে পাওয়া হিসেব অনুযায়ী, বিশ্বে প্রায় ২৫০ কোটিরও বেশি মানুষ ক্রিকেট খেলা বোঝেন এবং দেখেন। কাজেই সফল ক্রিকেটাররা যে লক্ষীর আশীর্বাদধন্য হবেন, সেকথা বলাই বাহুল্য। আজকে আসুন দেখে নি কিছু ক্রিকেটারদের চোঁখ ধাঁধানো বাড়ির ছবি।

১০ নম্বর - কুমার সঙ্গাকারার এঞ্জেলটাইন কটেজ (ক্যান্ডি, শ্রীলঙ্কা):
১৮৯৬ সালে তৈরি হওয়া এঞ্জেলটাইন কটেজ, কুমার সঙ্গাকারার পারিবারিক বাড়ি। যদিও এই বাড়ির নামটি দিয়েছিলেন প্রথম মালিক,যার থেকে কুমার সঙ্গাকারার পরিবার  বাড়িটি কিনে নেন। বিরাট একটি ফলের বাগান দিয়ে ঘেরা এই বাড়িটি, অত্যন্ত দুষ্প্রাপ্য কিছু ছবি এবং অ্যান্টিক আসবাব দিয়ে সাজানো।  



============================================================================

৯ নম্বর: সচিন তেন্ডুলকরের বাংলো (বান্দ্রা, মুম্বাই):
মুম্বাই শহর ভারতবর্ষের সবথেকে দামি শহর। সম্পত্তির দামের বিচারে মুম্বাই এবং নিউ ইয়র্ক শহর এক পংক্তিতে দাঁড়িয়ে আছে। মুম্বাই এর মধ্যে আবার পশ্চিম বান্দ্রা অত্যন্ত অভিজাত এলাকা বলে পরিচিত। এইরকমের একটি জায়গায়, সচিন তেন্ডুলকরের তিন তলা বাংলোটি সত্যিই বিশেষ কৃতিত্ব দাবি করে। বেশীদিন নয়, মাত্র ২০১১ সালে জুহুর ফ্ল্যাট ছেড়ে, সচিন এই বাড়িটি তৈরি করেন। শোনা যায়, বাড়িটির বীমা মূল্য ১০০ কোটি টাকার কিছু বেশি।




============================================================================
============================================================================

৮ নম্বর: ক্রিস গেইল এর বাংলো (জামাইকা): 
আন্তর্জাতিক ক্রিকেটে হার্ড হিটার বলে পরিচিত এই ক্রিকেটারের বাড়িটিও কিন্তু এনার জীবনের মতোই বর্ণময়। জামাইকাতে এনার বাড়িটি পর্যটকদের কাছে একটি রীতিমতো দর্শনীয় স্থান। ইনি পার্টি করতে এতটাই ভালোবাসেন যে, নিজের বেডরুমের লাগোয়া একটি ডান্স ফ্লোর পর্যন্ত বানিয়ে রেখেছেন।




============================================================================

৭ নম্বর: ব্রায়ান লারা'র বাংলো (ত্রিনিদাদ):
ক্রিকেটের রাজপুত্র এই বাঁহাতি ব্যাটসম্যান ক্রিজে নামলে আপামর বিশ্ববাসী মুগ্ধ হয়ে এনার ব্যাটিং দেখতেন। কে বেশি ভালো ব্যাটসম্যান এই নিয়ে সচিন তেন্ডুলকরের সাথে এনার রীতিমতো তুলনা হতো। ত্রিনিদাদ এবং টোবাগো দ্বীপপুঞ্জের, পোর্ট অফ স্পেন এলাকায় এনার বাংলোটি এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। যদিও মিডিয়ার সাথে যুক্ত খুব কম মানুষই এনার বাড়ির ভেতরে যেতে পেরেছেন, তবুও বাইরে থেকে দেখেই এর সৌন্দর্য আন্দাজ করা যায়।




============================================================================

৬ নম্বর: সৌরভ গাঙ্গুলী'র বাংলো (বেহালা, ভারত):
বাঙালি ক্রিকেট প্রেমীদের এই বাড়িটির ঠিকানা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না। ভারতবর্ষের অন্যতম সফল অধিনায়কের বাড়িটিও তার আভিজাত্যের সেই সাক্ষ্য বহন করে। ৪৮ টি কামরা বিশিষ্ট, ৪ তলার এই বাড়িটি দেখতে রাজপ্রাসাদের মতোই লাগে।




============================================================================

আজকের প্রতিবেদনে প্রথম পাঁচজন ক্রিকেটারের বাসস্থান সম্বন্ধে লিখলাম। পরের প্রতিবেদনে থাকবে আরো পাঁচটি।

তথ্য সহায়তা এবং ছবি: Purbat, Wikipedia, Pinterest and Google.

#Luxurious Houses of Cricketers

No comments:

Powered by Blogger.